আপনজন ডেস্ক: দেশের রাজ আইন সংস্কার ও অন্য আইন পরিবর্তনের দাবিতে অগ্নিগর্ভ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। মঙ্গলবার ব্যাংককে পার্লামেন্টের সামনে বিক্ষোভ এমন আকার নেয় যে পার্লামেন্ট সদস্যদের নৌকায় জারে পালিয়ে যেতে হয়েছে।
এই বিক্ষোভকে কেন্দ্র জারে বিক্ষোভ কারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বিক্ষোভকীরদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। ব্যাংককের এরোয়ান মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩২ জন টিয়ারগ্যাসের কারণে ভুগছেন এবং ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা ঘটনাস্থলে কারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, তা জানা যায়নি। বুধবার বিক্ষোভ হয়।
এদিন পার্লামেন্টে রাজার ক্ষমতা খর্বের প্রস্তাব বাতিল করা হয়েছে। তবে বিরোধীদের সঙ্গে আলোচনা করা যায় কি না সে সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে যখন এমপিরা বিতর্ক করছিলেন তখন বিক্ষোভকারীরা পার্লামেন্টমুখী পদযাত্রা শুরু করেন। পার্লামেন্টের কাছে কঠোর ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ। কিন্তু সেই বাধা অতিক্রম করার চেষ্টা করতেই সেখানে সংঘর্ষ শুরু হয়।