আপনজন ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে আর্মেনিয়া। তার জেরে ক্ষুব্ধ দেশের জনগণ। ওই অঞ্চলে ফের দখল চায় তারা। ফলে আর্মেনিয়া জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। তারা বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। তাই অসন্তোষ এড়াতে পদ্ত্যাগ করলেন আর্মেনীয় বিদেশমন্ত্রী জোহরাব নাতসিকানিয়া।
সোমবার আর্মেনিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক ফেসবুক পোস্টে বিদেশমন্ত্রীর পদত্যাগের কথা জানান। কিন্তু তাতে অসন্তোষ কমেনি। প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের ওপর সরে যাওয়ার চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ। কিন্তু সেখানে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়াকে কারাবাখের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলা হয়েছে।
ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’রও বেশি আর্মেনীয় মৃত্যু হয়েছিল। এর পর ওই চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তীব্র চাপের মুখে পাশিয়ান কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছেন।
তিনি দাবি করেছেন, আজেরি সামরিক বাহিনী আরও অগ্রসর হওয়ায় আরও ক্ষতি এড়াতে এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদে থাকার ঘোষণা দিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct