আপনজন ডেস্ক: ফের নতুন প্রেসিডেন্ট বদলাল পেরুতে। এবার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ফ্রানসিসকো সাগাস্তি। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে তিন জন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা পেলে। সমস্ত কিছু ঠিক থাকলে পবরর্তী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত পেরুর রাষ্ট্রপ্রধান সাগাস্তি থাকবেন বলে জানা গিয়েছে।
তবে কি এমন হল যে এতবার রাষ্ট্রপ্রধান বদল হল দক্ষিণ আফ্রিকার দেশটিতে? জানা গিয়েছে প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে ইমপিচ হয়েছেন মার্টিন ভিজকারা। এক বেসরকারি কোম্পনির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগই বিরোধীদের হাতে থাকা কংগ্রেস তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনতে। তাতে ক্ষমতাচ্যুত হন ভিজকারা। তিনি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
এরপরেই অস্থিত অবস্থা শুরু হয় পেরুতে। প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন ভিজকারা সমর্থকরা। বিক্ষোভ ও সংঘর্ষে দুজন নিহত হন। বহু আন্দোলনকারী আহত হন। সেই সময় ভিজকারার জায়গায় অন্তর্বতী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন পেরুর কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল ম্যারিনো। কিন্তু ম্যারিনোকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নেয়না পেরুর জনগণ। বিক্ষোকারীদের বিরুদ্ধে দমন শুরু করে প্রশাসন। তাতে আরও উত্তাল হয়ে ওঠে পেরু। তাই পুলিশি নিষ্ঠতার প্রতিবাদের নবগঠিত মন্ত্রিসভার ১২ জন সদস্য পদত্যাগ করেন। তাতে রবিবার চাপে পড়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ম্যারিনো। এর পর কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পেরুর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন সাগাস্তি। ভিজকারার ইমপিচমেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছিল সাগাস্তি। এই ভোটের আগে কংগ্রেস সদস্য আলবের্তো দে বেলাউন্দে বলেন, পেরুর জন্য মূল বিষয় হচ্ছে– স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও এই দুঃস্বপ্নের অবসান ঘটানো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct