আপনজন ডেস্ক: কোনও রাজনৈতিক দলের পক্ষে সাধারণত পক্ষ নিতে দেখা না গেলেও মঙ্গলবার তৃণমূল সরকারের পক্ষে সওয়াল করলেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী। মঙ্গলবার বিকালে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার সুন্দিয়ার শকুন্তলা মাঠে বিশ্বনবী দিবস উপলক্ষে এক ধর্মীয় সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘২০২১ শে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করবে। সাম্প্রদায়িক শক্তির কোন স্থান নেই এই বাংলায়। বাংলা হল সম্প্রীতির বাংলা। হিন্দু- মুসলমানের মধ্যে কেউ প্রাচীর তোলার চেষ্টা করলে তা ব্যর্থ হবে।’
সেই সঙ্গে পীরজাদা ত্বহা সিদ্দিকী ফুরফুরারই তরুণ পীরজাদা সম্পর্কে তার ভাইপো আব্বাস সিদ্দিকীর নাম না করে তুলোধনা করেন। অপর দিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, শওকত মোল্লা। আব্বাস সিদ্দিকী তাকে আক্রমণের পিছনে সরাসরি আঙুল তোলেন সওকাত মোল্লার দিকে।
এদিন ত্বহা সিদ্দিকী রাজনীতেতে আত্মপ্রকাশের ব্যাপারে আব্বাস সিদ্দিকীর নাম না করে তাকে নিশানা করে বলেন, ‘শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত যারা বলছে, দুদিন পর তাদের শিরায় শিরায় রক্ত পিটিয়ে করে দেবে শক্ত।’ পরোক্ষে আব্বাস সিদ্দিকীকে কটাক্ষ করে ত্বহা বলেন, ‘অন্তর থেকে কাঁদছে নাকি, লোক দেখানো?’ যদিও ত্বহা বলেন, ঘরের কথা ঘরে বলাই উচিত। কিন্তু কেউ কথা না শুনলে লোককে সাবধান করার জন্য তো বলতেই হবে। দাদা হুজুরের ভক্তের পরিবর্তে কেউ যদি নিজের নামে ভক্ত বানায় তাকে লাথি মারার ও নিদান দেন ত্বহা সিদ্দিকী।
দাদা হুজুরের ৪৪ টা প্রার্থী দেওয়ার তত্ত্বকেও খারিজ করেন ত্বহা। ত্বহার দাবি, দাদা হুজুর কোনও দিন কোনও রাজনৈতিক আলোচনাতেই অংশ নেননি।
এটি রাজনিতক দলের মঞ্চ না হলেও তিনি বামেদের সমালোচনার পাশাপাশি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ভূয়সী প্রশংসা করেন। এই এলাকার ভূমিপুত্র ও রাজ্যের মন্ত্রী ‘চাষার ব্যাটা’ আবদুর রেজ্জাক মোল্লার চাচাতো ভাই ডা. আবদুর রশিদ মোল্লা তখন মঞ্চে উপবিষ্ট। তার উপস্থিতি থাকাকালীন ত্বহা সিদ্দিকী আবদুর রেজ্জাক মোল্লার সমালোচনা করে বলেন, তিনি কয়েকবার মন্ত্রী হলেও এই এলাকার তেমন কোনও উন্নতি হয়নি। কিন্তু শওকত মোল্লা বিধায়ক হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
এদিনের সভায় কার্যত ভিড় লক্ষ্য করা যায়নি। এর আগে ত্বহা সিদ্দিকীর সভায় যেভাবে ভিড় দেখা যেত এদিন তার দেকা মেরেনি। একপ্রকার ফাঁকা মাঠেই তিনি দীর্ঘক্ষণ ধরে বক্তব্য চালিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct