আপনজন ডেস্ক: রাজ্যে নির্বাচন এলেই ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করার ধুম লেগে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল কংগ্রেস এমনকী বিজেপি নেতাদের সাক্ষাৎ করতে দেখা গিয়ে থাকে। বাদ যান না বাম নেতারা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সাক্ষাৎকে ‘সৌজন্য’ বলে এড়িয়ে যাওয়া হয়। তবে, ফুরফুরা শরীফে পীরজাদাদের সঙ্গে কংগ্রেস নেতাদের সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও, ফুরফুরা শরীফের পীরজাদাদের কখনওই প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে দেখা যায়নি। তবুও রাজনৈতিক নেতারা ফুরফুরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি।
মঙ্গলবার ফুরফুরায় গিয়ে তরুণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যদিও চিরাচরিতভাবে সাধারণত রাজনৈতিক নেতারা ফুরফুরায় গেলে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করে থাকেন। এদিন কিন্তু এই কংগ্রেস নেতারা ত্বহা সিদ্দিকীকে এড়িয়ে গিয়ে সম্প্রতি বিতর্কের শিরোনামে আসা তরুণ পীরজাাদ আব্বাস সিদ্দিকী ও পীর ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন।
মঙ্গলবার বিকালে ফুরফুরা শরীফ আসেন প্রদেশ কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা প্রথমে তারা ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ফুরফুরা শরীফের তরুণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
উল্লেখ্য আগামী বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন আব্বাস সিদ্দিকী। আগামী ডিসেম্বর মাসে রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হবে বলে সে কথা আগেই জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী। তাই তার সেই নয়া দলের সঙ্গে বাম কংগ্রেসের জোটের বিষয়ে এই বৈঠক বলেই বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। যদিও এই বৈঠক নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোটের আগে দোয়া নিতে আসেন। ঠিক তেমনি প্রদেশ কংগ্রেস নেতারা এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে। তিনি আরও বলেন, ফুরফুরা শরীফের দরজা সকলের জন্য খোলা। এছাড়া, যেকোনও রাজনৈতিক দলের নেতারা যারা মানুষের জন্য উন্নয়ন চান, মানুষের মধ্যে কোনও এরকম বিভেদ সৃষ্টি করেন না তাদের সকলের জন্য ফুরফুরা শরীফের দরজা খোলা রয়েছে। তবে, এদিন প্রদেশ কংগ্রেস নেতারা ফুরফুরায় এলেও ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করা থেকে এড়িয়ে যান বলে কংগ্রেস সূত্র জানিয়েছে। যদিও সেসময় ত্বহা সিদ্দিকী বাড়িতে ছিলেন না বলে ফুরফুরা সূত্র জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct