আপনজন ডেস্ক: দেশভাগের পর পাঞ্জাবের কাপুরথালা জেলার সুলতানপুর লোধি টাউনে একটি ৫৫০ বছরের পুরনো মসজিদ পরিত্যক্ত অবস্থায় ছিল। এলাকাটিতে মুসলিমদের বাস নেই। তাতে কী। শিখরা্ই মসজিদটি সারিয়ে দূরবর্তী গ্রামের মুসলিমদের হাতে তুলে দিয়েছে। আর সেখানে গত শুক্রবার হয়েছে জুমার নামায। দেশজুড়ে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলেও এখনও যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তা ফের প্রমাণ হয়ে গেল।
জানা গেছে, ১৯৪৭ সালে দেশভাগের পর এই এলাকার মুসলিমরা পাকিস্তানে চলে যান। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মসজিদটি। কিন্তু স্থানীয় শিখরা তার রক্ষণাবেক্ষণ করতেন। সম্প্রতি তারা নিজেদের টাকাতেই মসজিদটি মেরামত করে বব্যবহারযোগ্য করে তোলেন। তারপর শিখ সম্প্রদায়ের মানুষরা পার্শ্ববর্তী বিভিন্ন মুসলিম প্রধান এলাকার মুসলিমদের আমন্ত্রণ জানান এখানে এসে নামায পড়ার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে জুম্মার নামাযে শামিল হন মুসলিমরা।
স্থানীয় শিখরা এই মসজিদকে পবিত্র বলে মনে করেন। তাদের বিশ্বস এই মসজিদে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক নামাজ পড়েন। তাই গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদটি চালু করার উদ্যোগে নেন শিখরা।
এদিন মসজিদটির ভিতরেই শিখ ও মুসলিম ধর্মীয় নেতাদের একটি যৌথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শিখ ও মুসলিম নেতারা তাদের মতামত প্রকাশ করেছিলেন। অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত বিশেষ জামাতে নামাজের নাম দেওয়া হয়েছিল “শুকরানা” নামাজ।
এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যেমন ছিলেন শিখ ধর্মীয় নেতা সন্ত সুখদেব সিং ও সন্ত বালভিন্দর সিং তেমনি মুসলিমদের পক্ষে ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের পাঞ্জাব ইউনিটের সভাপতি আবদুল শাকুর, মাওলানা সৈয়দ মুজতবা ইয়াজদানি, ডা. শাহজাদ, ডা. ইরশাদ প্রমুখ।
এই মসজিদে জুমার নামাযে অংশ নিতে পাঞ্জাবের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল মালেরকোটলা থেকে বহু মুসলিম অংশ নেন। ১৯৪৪ সালের পরে প্রথমবারের মতো এই মসজিদে জুমার নামাজ পড়েন তারা।
এ সম্পর্কে মালেকোটলা গুরুদ্বারার জিয়ানী অবতার সিং বলেন, মুসলমান এবং শিখ উভয়ের জন্যই এটি খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। মুসলমানদের পক্ষে এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা কয়েক দশক ধরে অবরুদ্ধ একটি মসজিদে নামাজ পড়তেন এবং শিখদের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ গুরু নানক দেব এই মসজিদে নামাজ পড়িয়েছিলেন।
জানা গেছে, গুরু নানক সুলতানপুর লোধিতে প্রায় ১৪ বছর অতিবাহিত করেছিলেন। একসময় তিনি এই মসজিদে নামাজ পড়েন। মুসলমানদের সাথে তার ছিল খুব নিবিড় সম্পর্ক। এমনকী তা এক শিষ্যও ছিলেন একজন মুসলমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct