আপনজন ডেস্ক: কিছুদিন আগে রাজ্য সরকার ১৫২টি আন এডেড মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নে ৩১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়। তাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তাতে পুরোপুরি সন্তুষ্ট নয় আন এডেড মাদ্রাসার একাংশ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো রাজ্যে ১০ হাজার মাদ্রাসার অনুমোদন ও শিক্ষকদের বেতন সহ অন্যান্য দাবি মানতে হবে। এইসব দাবি নিয়ে 'আন-এডেড মাদ্রাসাগুলো'র একাংশ শিক্ষক ও শিক্ষা কর্মীরা আজ মঙ্গলবার চেতলা পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিলের ডাক দেয়। এই সব শিক্ষাকদের সংগঠন পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী কল্যাণ সমিতি এই মিছিলের আয়োজন করে।
এই সংগঠনের উদ্যোগে মঙ্গলবারের মিছিলের ডাক দেওয়া হলেও করোনা অতিমারির কারণে পুলিশ তাদেরকে মিছিল না করার কথা বলে বলে অভিযোগ। এমনকি নাকি জানিয়ে দেয় ৩০ নভেম্বর পর্যন্ত কোন সভা ও মিছিল করা যাবে না।
কিন্তু তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার কয়েক হাজার শিক্ষক শিক্ষা কর্মী যখন বালিগঞ্জ থেকে চেতলা পার্কের দিকে অগ্রসর হয়, তখন তাদেরকে পুলিশ গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়। গ্রেফতারের সময় ধ্বস্তাধস্তি হয়।
আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন এপিডিআর-এর সহ সম্পাদক আলতাফ আহমেদ। তিনি বলেন, ন্যায্য দাবিতে শিক্ষক শিক্ষা কর্মীরা আন্দোলন করলে তাদের গ্রেফতার করাটা নিন্দাজনক। যারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রসারে ব্রতী তাঁদের অভিযোগের কথা প্রকাশ্যে জানানো, সরকারকে জানানো গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক আন্দোলনের জন্য এইভাবে গ্রেফতার নিন্দাজনক।
অবিলম্বে সরকার শিক্ষক শিক্ষা কর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র বের করা আহবান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct