আপনজন ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী কোনও দেশপ্রধানের সঙ্গে দেকা করতে চাইছেন, আর তিনি দেখা করতে চাইলেন না এমনটা দেখা মেলা ভার। কিন্তু সেটাই করে দেখালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। অসম সহাসের পরিচয় দিলেন। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার আসন্ন মধ্যপ্রাচ্য সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের করতে চেয়েছিলেন। কিন্তু এরদোগান তার সঙ্গে সাক্ষাৎ করতে নারাজ হন।
এ ব্যাপারে আরব নিউজ জানিয়েছে, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের ছয় দেশ সফরে আসছেন মাইক পম্পেও। তার এই সফরে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু এরদোগান তা প্রত্যাখ্যান করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পম্পেওর এ মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, যার ঘোর বিরোধিতা করেছেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে।
জর্ডান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে পম্পেওর।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন।
তবে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct