প্রথমেই আমাদের জানতে হবে, মানবিকতা কাকে বলে? মানবিকতা বলতে কি বুঝি, আসলে মানবিকতা বলতে বোঝায় মানুষের মূল্যবোধ। মানুষের বিচার বুদ্ধি। যে বুদ্ধি আমরা অর্জন করি, বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে। হতে পারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মাধ্যম দিয়ে। যখন একটা শিশু জন্মায় আর আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তার পরিবারের মধ্যে দিয়ে। তখন থেকে তার মূল্যবোধ সৃষ্টি হয়। আমাদের জীবনে মানবিকতা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার। কারণ, একটা ভালো পরিবারই গড়ে তুলতে পারে মানুষের মানবিকতা। শুধু যে পরিবার মানবিকতা সৃষ্টি করে তা নয়,বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকেও আমরা মানবিকতার জ্ঞান অর্জন করতে পারি।
মানবিকতার মূলমন্ত্র হল, মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, সমাজের কল্যাণ, সাংস্কৃতিক কল্যাণ । মোট কথা মানুষের ভালো ভাবা, মানুষের জন্য ভালো কিছু করা, মানুষের উন্নতি সাধন করা। এবার আসি এই মানবিকতার অবক্ষয় বলতে আমরা বুঝি, ধ্বংস বা বিলুপ্ত। আমরা দেখতে পাই, আজ আর মানুষের মধ্যে সেই চিন্তা ধারা নেই বললেই চলে। যে মানুষ তার নিজের কথা না ভেবে অন্যের জন্য কিছু ভাবছে, কিছু করছে। এর বড় কারণ হল, শিক্ষা, শিক্ষার অভাবে মানুষ তার বিচার বুদ্ধিকে ঠিকমতো পরিচালনা করতে পারে না। তাই সমাজের জন্য মানুষের জন্য কিছুই করতে পারে না।
দ্বিতীয়ত, মানুষের মধ্যে মেলবন্ধন। মানুষের মধ্যে মেলবন্ধন কমে আসছে। মানুষ আজ এত ব্যস্ত যে কেউ কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না ফলে তাদের মধ্যে ভাবের আদান-প্রদান ও হয় না।ফলে মানুষের ভেতরের, যে মানবিকতা সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে।
তৃতীয়ত, স্মার্ট ফোন। আজ আমাদের জীবনে স্মার্টফোনের ব্যবহার এত বেশি বেড়েছে যে ,মানুষ মানুষের সঙ্গে কথা বলতে চায় না বললেই চলে।যদিও কখনো বা মানুষ একত্রিত হয়, কোন জায়গায় সেখানে ও তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বেশি একটা হয় না বললেই চলে। কারণ সবার হাতেই থাকে ফোন। আর ওই ফোনের মধ্যেই তারা ব্যস্ত থাকে। এই কারণটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবিকতা অবক্ষয়ের পেছনে।
চতুর্থত, বেকারত্ব। আমাদের দেশে এত বেকারত্ব বেড়েছে যে তা কল্পনা করার বাইরে। আর বেকারত্ব দেশের থেকে না গেলে মানুষ কখনো নিজের কথা ছেড়ে অন্যের জন্য ভাবতে পারবে না। কারণ উন্নতি করতে গেলে লাগে টাকা ,তাই স্বনির্ভরতা হতে হবে মানুষকে আগে আরো অনেক কারণের জন্য, আমাদের সমাজ ও দেশ পিছিয়ে পড়ছে। মানুষের মধ্যে মানবিকতার মূল্যবোধ হারিয়ে ফেলেছে। যেগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে শেষ হবে না। পরিশেষে একটাই কথা বলব, মানবিকতা মানুষের জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। মানুষের এই মন্ত্র কে ধরে রাখতে হবে। তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct