আপনজন ডেস্ক: আমেরিকার এক বিমানবন্দরে বিমানে যাত্রীদের স্ক্রিনিং করার সময় এক হিজবধারী মহিলা র সামনে এসে দাঁড়ায় এক শ্বেতাঙ্গ। আমেরিকান এয়ারলাইন্সের বিমানের প্রথম শ্রেণীতে থাকা ওই মহিলা আপত্তি জানান। কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে ওই মুসলিম মহিলাকে গ্রেফতার করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ জার্সিতে।
বিমান থেকে নামিয়ে দেওয়া ওই মহিলার নাম আমানি আল-খাতাতবেহ। নিউ জার্সির নেয়ার্ক লিবার্টি বিমানবন্দর থেকে উত্তর ক্যারোলিনার শার্লোটে যাচ্ছিলেন। আমানি একজন বিশিষ্ট সমাজকর্মী। আমানি আল-খাতাতবেহ নিউ জার্সিতে প্রথম মুসলিম মহিলা হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছিলেন। তিনি মুসলিম গার্ল ডটকমের সম্পাদকও।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ২৫জন প্রভাবশালী মুসলিম আমেরিকানদের যে তালিকা প্রকাশ করে তার মধ্যে আমানির নাম রযেছে।
জানা গেছে, বিমানে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আমানি। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আমানি নিজেই ট্যুইটারে তার হেনস্থার কথা জানিয়েছেন। সেই সঙ্গে ভিডিও পোস্ট করেন। আমানি আল-খাতাতবেহের ট্যুইটারে লেখেন, তিনি টিএসএ চেকপয়েন্টে একজন 'অধিকারী শ্বেত পুরুষ' এর সাথে পূর্বের মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন। প্রথম শ্রেণিতে উঠেছেন কেন সেই প্রশ্ন তোলা হয়। এরপর ক্রু এসে তাকে বিমান থেকে নেমে যেতে বলেন। তিনি নামতে রাজি না হলে তাকে টেনেহিঁচড়ে হাতকড়া পরিয়ে নামিয়ে দেওয়া হয়। তারও ভিডিও তিনি পোস্ট করেন।যদিও আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, তারা এই অভিযোগগুলি নিয়ে উদ্বিগ্ন। বিষয়টি খতিয়ে দেখেছে।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল বা কেয়ার-এর ডিরেক্টর নিহাদ আওয়াদ বলেন, আমানি আল-খাতাতবেহ তার হিজাব খুলতে অস্বীকার করার কারণে হাতকড়া পরানো হয়েছিল। তাই আমেরিকান এয়ারলাইন্সের উচিত ব্যাখ্যা দেওয়া কেন আমানিকে গ্রেফতার করা হল ও তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct