আপনজন ডেস্ক: আইফোন প্রেমীদের কাছে স্বপ্ন এখন আইফোন ১২ মোবাইল কেনা। যদিও এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেল আইফোন ১৩ নিয়ে। এরই মধ্যে নতুন আইফোন নিয়ে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পরিকল্পনা, ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে ছাড়া হবে। আগামী বছরের শেষ দিকে নতুন আইফোন আনতে পারে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট বলছে, আইফোন ১৩ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এতে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। ক্যামেরা, নকশা ও অভ্যন্তরীণ যন্ত্রাংশে পরিবর্তন আনতে পারে অ্যাপল। আইফোন ১২-তে ক্যামেরায় খুব বেশি পরিবর্তন আনেনি অ্যাপল। তবে এরপরের আইফোনে বেশ বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। এমন কিছু ফিচার যোগ করা হবে, যা একবারেই নতুন। এছাড়া আইফোন ১৩ তেও ফাইভ–জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। প্রথমবারের মতো আইফোনের সঙ্গে কোনো চার্জার অথবা হেডফোন দেওয়া হয়নি। আইফোন ১৩ তেও চার্জার ও হেডফোন নাও থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct