আপনজন ডেস্ক: করোনার কারণে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করন। নানা সীমাবদ্ধতার মাঝে টুর্নামেন্ট মাঠে গড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য আইপিএল কর্তৃপক্ষকে ১ কোটি টাকা করে দিতে হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল শেষ হয়েছে গত ১০ নভেম্বর। এবারের আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। ম্যাচ প্রতি যা প্রায় ১ কোটি টাকা। করোনা মহামারির সময় খেলা শুরু হওয়ায় অনুশীলনের সুযোগ-সুবিধার জন্য বিসিসিআইকে ফ্রাঞ্চাইজিদের টাকা দিতে হয়েছে। এ প্রসঙ্গে একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘সংযুক্ত আরব আমিরশাহীতে কোন দর্শক ছিল না, সুরক্ষার বিষয়ে আমাদের কোনো উদ্বেগও ছিল না। অনুশীলনের সুযোগ-সুবিধার জন্য বিসিসিআইকে আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়েছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct