আপনজন ডেস্ক : নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিভিন্ন গ্রামে নিজেদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। শান্তিচুক্তির অংশ হিসেবে এরইমধ্যে এলাকা ছাড়তে হবে আর্মেনীয়দের। এলাকা ছাড়ার আগে তারা বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে বলে জানা গেছে। রাশিয়ার মধ্যস্থততায় স্বাক্ষরিত চুক্তি অনুসারে, রবিবার আর্মেনীয় জাতিগোষ্ঠীর দখলে থাকা কালবাজার জেলার নিয়ন্ত্রণ রবিবার গ্রহণ করবে আজারবাইজান। এই ঘোষণার পর বসবাসরত আর্মেনীয়রা দলে দলে এলাকা ত্যাগ করতে শুরু করেছে। সেপ্টেম্বরের শেষ দিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ছয় সপ্তাহ অব্যাহত ছিল। আজারবাইজানের সেনাবাহিনী নাগোরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে উভয়পক্ষ শান্তিচুক্তিতে সম্মত হয়। চুক্তির আওতায় কালবাজা, আঘডাম ও লাচিন জেলা আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া। আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা মারটাকার্ট জেলার চারেকতার গ্রামে শনিবার সকালে অন্তত ছয়টি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানকার এক বাসিন্দা বলেন, এটি আমার বাড়ি। কিন্তু আমি তা তুর্কিদের জন্য রেখে যেতে পারি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct