আপনজন ডেস্ক: রাশিয়ায় করোনা সংক্রমণ কHযুব বড় আকার না নিলেও করোনা ভালই দাপিয়ে বেড়াচ্ছে। সেই করোনা মহামারির মধ্যেই আরেকটি ঘটনায় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে রাশিয়ায়। হঠাৎ করেই রাশিয়ার একটি নদীর জল গাঢ় লাল হয়ে গেল। তাতে তৈরি হল আর এক আতঙ্ক।
জানা গেছে রাশিয়ার ইস্কিটিমকা নদীর জল হঠাৎ লাল রঙে পরিণত হয়েছে। যা নিয়ে ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কেন এমন পরিবর্তন তা তারা বুঝতে পারছেন না।
এ ব্যাপারে পরিবেশ বিজ্ঞানীরা দাবি করছেন, কোনো প্রাকৃতিক কারণে নয়, ইস্কিটিমকা নদীর জল প্রবল দূষণের কারণে লাল হয়েছে। ইস্কিটিমকা নদীটি রাশিয়ার বেশ কয়েকটি নদীগুলির মধ্যে অন্যতম। যার জল রহস্যময় লালে পরিণত হয়েছে। নদীর জলের হঠাৎ এমন রঙ পরিবর্তন বেশ চিন্তায় ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইস্কিটিমকা নদীর এই জল ভিডিও ভাইরাল হয়। আর তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রুশ সরকার। নদীর এমন রঙ পরিবর্তন হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা সন্ধান করছেন কেন নদীর জল লাল হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct