আপনজন ডেস্ক: নিজে মার্কিনীদের কঠোরভাবে করোনা বিধি মানার কথা বললেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক সময় মাস্কবিহীনভাবে কথা বলতে দেখা গেছে। নিজেরই জারি করা করোনা বিধি লংঘন করলেও প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার উপর আইন লাগু হয়নি। কিন্তু এবার ট্রাম্পের নিজেরই নাতি-নাতনী করোনা বিধি না মানার অভিযোগ তোলে স্কুল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্কিন সরকারের জারি করা নির্দেশিকা অমান্য করার অভিযোগ ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন নাতি-নাতনিকে স্কুল থেকে প্রত্যাহার করে নিয়েছেন তার অভিভাবক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্র জানিয়েছে, রাজধানী ওয়াশিংটনের একটি নামকরা স্কুলে গত তিন বছর ধরে অধ্যয়ন করে আসছিল ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও জামাতা জ্যারেড কুশনার দম্পতির তিন সন্তান। কিন্তু সম্প্রতি তাদের বিরুদ্ধে কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম-নীতি ভঙ্গের অভিযোগ ওঠার পর তারা নিজেদের সন্তানদের প্রত্যাহার করে নিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এ ব্যাপারে বলেছে, করোনার সংক্রমণ ঠেকাতে স্কুলের প্যারেন্ট হ্যান্ডবুকে থাকা নিয়মাবলি বারবার লংঘন করেছেন ইভাঙ্কা-কুশনার দম্পতি।
ফেসমাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় চলা, সেল্ফ আইসোলেশন মানা ইত্যাদি নিয়ম ঠিকমত না অনুসরণ করায় তাদের একাধিকবার সতর্ক করা হয়। এছাড়া স্কুলটির অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকেরাও ইভাঙ্কা ও কুশনারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর প্রেক্ষিতেই কিছু অভিভাবক কথা শোনানোয় ও করোনা বিধি লংঘন নিয়ে প্রশ্ন তোলায় নিজের সন্তানদের স্কুলটি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ইভাঙ্কা-কুশনার দম্পতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct