আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নির নাগাল্যান্ড। নাগাল্যান্ড সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক শনিবার জানিয়েছেন, নাগালান্ডের সরকারি স্থানে কেউ মাস্ক পরে না এলে তাকে ১০০ টাকা জরিমানা করা হবে। এছাড়া সেসব প্রতিষ্ঠানে হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের ব্যবস্থা নেই তাদেরকে ৫০০ চাকা জরিমানা করা হবে।
এ ব্যাপারে নাগাল্যান্ড বিপর্যয় মোকাবিলা দফতর লক্ষ্য করে দেখেছে, সরকারি স্থানে মাস্ক পরে আসা, বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যান্ড ওয়াশিং সুবিধার ব্যবস্থা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায়শই অনুসরণ করা হয় না যা সংক্রমণের জন্য ঝুঁকির। তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব জে আলম এক নির্দেশিকা জারি করেছেন। আর তা চালু হচ্ছে শনিবার থেকে।
আলম আরও বলেন, এসওপি ও নির্দেশিকা লঙ্ঘন করলে তাদেরকে জরিমানা করা হবে। অফিস, ব্যাংক, বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেস্তোঁরা, হোটেল, পাবলিক ট্রান্সপোর্ট, সামাজিক ও ধর্মীয় সমাবেশ বা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি স্থানে মুখোশ না পরা লোকদের প্রতিটি অপরাধের জন্য ১০০ টাকা জরিমানা প্রযোজ্য। আর দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হ্যান্ড ওয়াশিং সুবিধা বা হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ না করা, রেস্তোঁরা ও হোটেলগুলি হ্যান্ড ওয়াশিংয়ের ব্যবস্থা না থাকলে ৫০০ টাকা জরিমানা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct