আপনজন ডেস্ক: সামান্য হলেও কমতে শুরু করেছে দেশে করোনা সংক্রমণের হার। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত পঞ্চাশ হাজারের নীচে চলে এসেছে। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪, ৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭, ৭৩,৪৭৯ জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রকাশিত তথ্য সূত্রে একথা জানা গেছে।
আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৫২০জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১, ২৯,১৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৭,৯৯২ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৮১,৬৩, ৫৭২ জন।
দেশের জন্য ভাল খবর হল,গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪,৮০,৭১৯জন।
উল্লেখ্য, যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশ মারা গেছে মহারাষ্ট্রে। মৃত্যু তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ। যদিও দেশের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। তবে এখনও আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct