আপনজন ডেস্ক: সদ্য অনুষ্ঠিত বিহারের বিধানসভা নির্বাচনে মোট ২৪৩টি বিধানসভা আসনে মধ্যে ১৯জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে যদিও ২৪জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই তুলনায় এবারের নির্বাচনে বিহার পাঁচজন কম মুসলিম বিধায়ক পেল।
এই নব নির্বাচিত মুসলিম বিধায়ক সম্পর্কে যে তথ্য পাওযা গেছে তা চমকপ্রদ। এই ১৯ জনের মধ্যে একজন ডক্টরেট এবং তিনজন স্নাতকোত্তর রয়েছেন। আর সম্পদের ক্ষেত্রে প্রতি দুজন মুসলিম বিধায়ক কোটিপতি।
উল্লেখ্য, গত একমাসে তিন দফায় বিহার বিধানসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ফল ঘোষণা করা হয়ে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৭৫টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। ক্ষমতাসীন বিজেপি ৭৪টি আসন জিতেছে। তার পরের স্থান বিজেপি সঙ্গী জেডিইউ পেয়েছে ৪৩টি আসন।
বিহারের নতুন বিধানসভায় এনডিএ জোটের কোনও মুসলিম না থাকলেও আরজেডির রয়েছেন ৮ জন বিধায়ক, আইআইএমআইএম (মিম) ৫ এবং কংগ্রেসের ৪ জন। পাশাপাশি বহুজন সমাজ পার্টি ও সিপিআই (এমএল)-এর ১ জন বিধায়ক থাকবেন।
এই সব নির্বাচিত মুসলিম বিধায়কদের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে নির্বাচন বিশ্লেষক সংস্থা এডিআর জানিয়েছে, কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান একজন ডক্টরেট রয়েছেন। এস্নাতকোত্তর তিনজন, ছয়জন স্নাতক, ছয়টি এইচএসসি (দ্বাদশ শ্রেণি) পাস এবং তিনটিই কেবল এসএসসি (দশম শ্রেণি) পাস।
নির্বাচনের হলফনামায় প্রার্থীদের অস্থাবর এবং স্থাবর সম্পত্তির উভয়ই উল্লেখ থাকে। সেই হলফনামা অনুসারে দেখা যাচ্ছে, ১৯ জন মুসলিম বিধায়কের মধ্যে ১০ জন কোটিপতি। তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন আরজেডি বিধায়ক ইউসুফ সালাহউদ্দিন। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ৩.৬৫ কোটি টাকা। মুসলিম বিধায়কদের মধ্যে সবচেয়ে দরিদ্র বহুজন সমাজপার্টির মুহাম্মদ জামান খান। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
সবচেয়ে লক্ষণীয়ি বিষয় হল, বিহারের সবচেয়ে ধনী মুসলিম প্রার্থী সালাহউদ্দিন তার আসনে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জিতেছেন। মার্জিন মাত্র ১৭৬৭ ভোট। তবে দ্বিতীয় দরিদ্রতম মুসলিম প্রার্থী সিপিআই (এমএল) এর মাহবুব আলম সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি জিতেছেন ৫৩, ৫৯৭ ভোটের ব্যবধানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct