আপনজন ডেস্ক: দেশের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে একত্রীকরণ করার পর এবার আরও মন্দার দিকে এগিয়ে চলেছে সরকারি ব্যাঙ্কগুলি। কানাড়া ব্যাঙ্ক কেরল জুড়ে তাদের ৯১টি শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এইসব বন্ধ হয়ে যাওয়া ব্যাঙ্ক কর্মীদেরকে নিকটবর্তী শাখায় স্থানান্তরিত করা হবে। তবে যেসব কর্মী দিনের ভিত্তিতে এবং চুক্তির ভিত্তিতে কাজ করতেন তাদের আর চাকরি থাকবে না।
কেরলের যে সমস্ত জেলায় কানাড়া ব্যাঙ্কের এই শাখাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলি হল: তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিতা, আলাপুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিচুর, পালাক্কাড, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর, কাসারগড় ও ওয়ানাড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct