আপনজন ডেস্ক: এক ভয়াবহ নৌকাডুবি হল লিবিয়ার উপকূলে। শরণার্থী বোঝাই একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে যায় ফলে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওম জানিয়েছে নৌকাটিতে অন্তত ১২০ জন যাত্রী যাচ্ছিল।
উল্লেখ্য, এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকে ঝুঁকি নিয়েই এই পথ বেছে নেয়। সম্প্রতি লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।
এক বিবৃতিতে আইওম জানিয়েছে, লিবিয়ার খোমস উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনা মর্মান্তিক।
লিবিয়ার বন্দর নগরী খোমস দেশটির রাজধানী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct