ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনা আজ দুপুর দুটো থেকে পথশোভা হয়। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র করায় ফ্রান্সের উপরে সারা বিশ্বের মানুষ ক্ষুব্ধ। এই প্রসঙ্গে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ধিক্কার জানিয়ে মিছিল, সমাবেশ করেই চলেছে বিভিন্ন সংগঠন। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ মগরাহাট চাল হাট বাজারে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে কয়েক হাজার মানুষের সমাগম হয়, শিশু যুবক বৃদ্ধ থেকে শুরু করে সকল স্তরের মানুষ উপস্থিত হন।
রাজ্যে দায়িত্বপ্রাপ্ত জমিয়ত উলামা হিন্দের সভাপতি রাবেতা মাওলানা খাবির সাহেব বলেন আমরা চাই না কোন ধর্মের ধর্মগুরু কে কেউ এভাবে অপমানিত করুক। আমরা অন্যায়কে অন্যায় বলি এটা একান্ত অন্যায় এভাবে কোন ধর্মগুরুর ব্যঙ্গচিত্র করা উচিত নয়। যিনি এ কাজ করেছে তাকে উপযুক্ত সাজা দিতে হবে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কে ক্ষমা স্বীকার করতে হবে। না হলে আগামী দিনে ফ্রান্সের পণ্য বয়কট করব এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জমিয়ত উলামায়ে হিন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct