আপনজন ডেস্ক: ট্রাম্পে ভিত্তিহীন অভিযোগ নিয়ে বেশ ক্ষুব্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ট্রাম্পের একের পর এক ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে মার্কিন গণতন্ত্রকে বিশ্বের কাছে ছোট করছেন রিপাবলিকান দলের অভিজ্ঞ নেতারা।
ওবামা বলেন, এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন স্পষ্টভাবে জিতে গেছেন। নির্বাচনে জালিয়াতির যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো এই কারণে যে ট্রাম্প হারতে পছন্দ করছেন না। তিনি আরও বলেন, আমি আরও সমস্যা বোধ করছি এই কারণে, যে অন্য রিপাবলিকান কর্মকর্তা, যারা আরও ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সঙ্গে গলা মেলাচ্ছেন। এতে কেবল আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না, বরং দেশের গণতন্ত্রকেও অবহেলা করা হচ্ছে আর এটা বিপজ্জনক পথ।
সম্প্রতি নিজের স্মৃতিকথা প্রকাশ করেছেন বারাক ওবামা। এই স্মৃতিচারণাকে দুই খণ্ডে প্রকাশ হচ্ছে। প্রথম খণ্ডটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। 'এ প্রমিজড ল্যান্ড' নামের এই স্মৃতিকথাটিতে থাকছে মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে ওবামার হোয়াইট হাউজে থাকার সময়কাল। সেই সম্পর্কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন পরিস্থিতি নিয়ে একথা বলেন ওবামা।
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। অল্প কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct