আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে শতাধিক শিশুকে বাঁচিয় হিরো হয়ে ওঠা ডা. কাফিল খানের বিরুদ্ধে সাসপেনশন তুলতে এবার আর্জি জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ-এর তরফে ডা. কাফিল খানের প্রতি সহমর্মিতা দেখিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ খান্নার কাছে চিঠি লিখে আর্জি জানানো হয়েছে, গোরক্ষপুরের বিআরডি হাসপাতালের চিকিৎসক ডা. কাফিল খানের উপর ২০১৭ সাল থেকে চলে আসা সাসপেনশন যেন তুলে নেওয়া হয়।
আইএমএ বলেছে, একজন চিকিৎসকের জীবন, স্বাস্থ্য, ত্যাগ ও তাদের পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয় এ বিষয়ে যেন বিবেচনা করা হয়।
এই চিঠির পরিপ্রেক্ষিতে ডা. কাফিল খান আইএমএ-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, অামি আশা করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অঅমার সাসপেনশনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন যাতে আবার শিশুদের সেবা করতে পারি।
উল্লেখ্য, ডা. কাফিল খান বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় শতাধিক শিশুকে নিজ উদ্যোগে অক্সিজেনের জোগান দিয়ে বাঁীয়ে মিডিয়ার চোখে হিরো হয়ে ওঠেন। উত্তরপ্রদেশের যোগী সরকারের স্বাস্থ্য পরিষেবার ভগ্ন দশা সামনে আসায় সরকারের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। তার চাতরির ্তউপর সাসপেনশন জারি করার পরও তিন বছর ধরে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এমনকী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী বক্তব্য রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পেয়ে ডা. কাফিল খান এখন রাজস্থানে আশ্রয় নিয়েছেন।
উত্তরপ্রদেশের সরকারের আক্রোশ মূলক মনোভাব থেকে বাঁতে নিরাপদের থাকার লক্ষ্যে সপরিবারে কাফিল খান রাজস্থানেই থাকছেন। তার এই অসহায় অবস্থা তার পক্ষে এসে দাঁড়াল দেশের চিকিৎসকদের সংগঠন আইএমএ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct