আপনজন ডেস্ক: চিন থেকে করোনার উৎপত্তি হলেও চিন এখন অন্যের ঘাড়ে বন্দুক রেখে চলার চেষ্টা করছে। এবার চিন থেকে নয় অন্য দেশ থেকে মাছের মাধ্যমে করোনা প্রবেশ করছে চিনে এই অভিযোগ তুলে সেখানে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিল চিন।
চিন বলছে, ভারত থেকেযেসব মাছ চিনে আমদানি করা হচ্ছে সেই মাছে নাকি করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর এ কারণে ভারতীয় সংস্থা বসু ইন্টারন্যাশনাল থেকেচিন সেসব মাছ আমদানি করত তা আপাতত স্থগিত করে দিয়েছে।
এ ব্যাপারে এনডিটিভি সূত্র জানিয়েছে, চিন ভারতীয় মাছ রফতানি সংস্থা বসু ইন্টারন্যাশনাল থেকে এক সপ্তাহের জন্য মাছ আমদানি স্থগিত করেছে চিন। শুক্রবার চিনের কাস্টমস অফিসারের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
আরও জানা গেছে, আমদানি করা হিমায়িত মাছ থেকে সংগৃহীত নমুনার মধ্যে তিনটিতে করোনা শনাক্ত করা হয়েছে।একটি বিবৃতিতে চিনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে বলা হয়, এক সপ্তাহ পর থেকে আবারো মাছের আমদানি শুরু হবে।তবে, সে বিষযে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct