আপনজন ডেস্ক : গ্রাম পঞ্চায়েতে বসে মদ্যপান করছিলেন পঞ্চায়েত প্রধান সহ নির্মাণ সহায়ক অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা |ঘটনা টি ঘটেছে পুরুলিয়ার ঝালদা ১ নং ব্লকের হেসাহতু গ্রাম পঞ্চায়েতে |যদিও সমস্ত বিষয় অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান |জানা যায় ঝালদা ১ নং ব্লকের বি ডি ও গিয়ে প্রধান সহ নির্মাণ সহায়ক কে উদ্ধার করেন |স্থানীয়দের মধ্যে সৌমেন মাহাত ,দীনেশ চন্দ্র মাহাত ও সীমন্ত মাহাত রা জানান হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের প্রধান তেজনাথ মাহাত ও নির্মাণ সহায়ক রবি মাহাত রাতের অন্ধকারে পঞ্চায়েতে বসে মদ্যপান করছিলেন আর সে কারণেই তাদের রাতভর পঞ্চায়েতে তালা বন্দি করে আটকে রাখেন স্থানীয়রা |মদ্যপানের অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে |সে কারণেই রাত ১১ টা নাগাদ তালা লাগিয়ে দেওয়া হয় তাদের গ্রামবাসীদের পক্ষ থেকে |এবিষয়ে প্রধান ও নির্মাণ সহায়ক দুজনেই মদ্যপানের কথা অস্বীকার করেন ভিত্তিহীন বলেছেন |উল্টে তাদের বক্তব্য দূর্গা পূজার সময় অনেক কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকায় ও নতুন প্রকল্পে র জন্য তাঁরা কাজ করছিলেন বলে জানা যায় |এর পরেই ঘটনা জানাজানি হতেই অন্যরাও সেখানে ভিড় জমান ফলে ঝালদা থানার পুলিশে র নেতৃত্বে পঞ্চায়েতর কাজ কর্ম স্বাভাবিক হয় |বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগদীশ মাহাত বলেন রাত্রি বেলা পঞ্চায়েতে বসে কাজকরা মানেই বেআইনি ,দুর্নীতির আখড়া তাঁরা তৈরী করে নিয়েছেন যার প্রমান তাঁরা নিজেই করে দিলেন |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct