আপনজন ডেস্ক: তাঁকে ট্রাম্পঘনিষ্ট বলেই সকলে চেনেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌঁড়ে থাকার সময় ক্রমাগত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পেয়ে গিয়েছেন। কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্শিতে তাঁর জয় হলেও বন্ধু ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু করতে পাচ্ছেন না। তাই এতদিন নীরব থাকার পড় আবশেষে ধাতস্ত হয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানাতে ফোন করেই ফেললেন ব্রিটিশ প্রদানমন্ত্রী বরিস জনসন। জো সঙ্গে কুশল বিনিময় করেন। দুই রাজনৈতিক নেতার মধ্যে অন্তত ২০ থেকে ২৫ মিনিট কথা হয়েছে। শুভেচ্ছা বিনিময় ছাড়াও তারা বিশ্ব রাজনীতিসহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।
জনসন এক টুইট বার্তায় লিখেছেন, নির্বাচনে বিজয়ী হওয়া মাত্রই জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছি। তার সঙ্গে কথা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, গণতন্ত্রকে উন্নত করা এবং মহামারি ভালোভাবে মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct