আপনজন ডেস্ক: গণতন্ত্রপন্থী চারজন বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করে ছিল হংকং। সেই নিয়ে ঘোরালো হয়ে ওঠে হংকং-এর রাজনীতি। আগুনে ঘি ঢেলেহংকংয়ের পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন গণতন্ত্রপন্থী সাংসদরা। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে চিন প্রবর্তিত নতুন আইন অনুসরণ করে চার আইনপ্রণেতাকে বহিষ্কার করে হংকং সরকার। তার প্রতিবাদেই এই ঘোষণা দেন তারা বলে জানানো হয়েছে।
এর আগে চিনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করেন। যেখানে বলা হয়েছে, হংকংয়ের কোনো সাংসদ স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চিনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে। আর এই আইনের আওতাই ওই চারজন সাংসদকে বরখাস্ত করা হয়।
এরপর প্রতিবাদে জানিয়ে গণতন্ত্রপন্থী সাংসদদের আহ্বায়ক উ চি-ওয়াই সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা আমাদের অবস্থান থেকে পদত্যাগ করবো কারণ আমাদের সহযোগী, আমাদের সহকর্মীদের কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর পদক্ষেপের মাধ্যমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য সংগ্রামে আগামী দিনে আমাদের আরও অনেক কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে জানি, কিন্তু আমরা কখনওই কোনও অবস্থাতেই হাল ছেড়ে দেবো না।’
হংকংয়ের ৭০ আসনের পার্লামেন্টে গণতন্ত্রপন্থী সাংসদদের রয়েছে ১৯টি আসন। এদের কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তারা সকলেই গত সোমবার গণ পদত্যাগের হুমকি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct