আপনজন ডেস্ক: মুসলিম বিরোধী তকমা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অভিবাসী মুসলিমদের মার্কিন মুলুকে প্রবশে নিষিদ্ধ করে তিনি মুসলিম বিদ্বেষের পরিচয় দিয়েছিলেন। তার জেরে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের মানুষের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এবারে মার্কিন নির্বাচনী প্রচারে। যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ট্রাম্পের মুসলিম দেশের উপর নিষেধাজ্হা প্রত্যাহার করবেন যদি প্রেসিডেন্ট। জো বাইডেনের উপর আস্থা রেখে মার্কিন মুসলিমরা উজাড় হয়ে ভোট দিয়েছে বাইডেনকে। তাই তার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথ মসৃণ হয়েছে।
বাইডেনের এই ভোটপ্রাপ্তি নিয়ে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, এবারের মার্কিন নির্বাচনে বাইডেন পেয়েছেন ৬৯ শতাংশ মার্কিন মুসলিমের ভোট। আর ৩ কংগ্রেসম্যানসহ নির্বাচিত ১০ মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। ভোটও দিয়েছেন রেকর্ড পরিমাণ মুসলিম ভোটার। সিএআইআর আরও জানিয়েছে, ৮৪ শতাংশ রেজিস্ট্রিকৃত মুসলিম ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ট্রাম্পকে ভোট দিয়েছেন ১৭ শতাংশ মুসলিম। উল্লেখ্য, এবারের হাউজ অব রিপ্রেজেন্টিটিভস নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন আন্দ্রে কারসন, ইলহান ওমর ও রাশিদা তালিব। গত বছর ইলহান উপর মিশিগান থেকে আরেক মুসলিম সদস্য কেইথ এলিসনকে পরাজিত করে নির্বাচিত হন। এর বাইরে স্থানীয় প্রতিনীধি পরিষদ ও রাজ্য সিনেটে ২ বাংলাদেশি বংশোদ্ভূত সহ আরও ৭ মুসলিম নির্বাচিত হয়েছেন। আবুল খান ও শেখ রহমান বাংলাদেশি বংশোদ্ভূত। বাকীরা হলেন, আইমান জাদেহ, মৌরি টার্নার, মাদিনা উইলসন অন্তন, সামবা বালদেহ ও ক্রিস্টোফার বেনজামিন।
এ ব্যাপার সিএআইআর-এর ডিরেক্টর নিহাদ আওয়াদ জানিয়েছেন, মুসলিমরা এবার দৃষ্টান্তমূলক ভোট দিয়েছেন। যদিও গতবারের তুলনায় এবার ট্রাম্প চার শতাংশ মুসলিম ভোট বেশি পেয়েছেন। উল্লেখ্য, আমেরিকার বাসিন্দাদের মধ্যে ১.১ শতাংশ মুসলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct