আপনজন ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর বেঁচে যাওয়া মানুষের মধ্যে একটি অংশ মানসিক অসুস্থতার ঝুঁকি বাড়াছে বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। আক্রান্তদের ২০ শতাংশের ৯০ দিনের মধ্যেই মানসিক সমস্যা দেখা যাচ্ছে বলে তথ্য এসেছে এক গবেষণায়।
৬২ হাজারের বেশি কোভিড-১৯ রোগীসহ আমেরিকায় ৬ কোটি ৯০ লাখ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়। সেই ওই গবেষণায় এই তথ্য উঠে এসছে। সম্প্রতি ল্যানসেটের সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা।
সেখানে বলা হয়, সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের বেশিরভাগের মধ্যেই উদ্বেগ, অনিদ্রা ও হতাশা দেখা যায়; যা পরবর্তীতে মানসিক স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করে। করোনাভাইরাসে আক্রান্ত বিপুল সংখ্যক রোগীর ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ হওয়ার ঝুঁকিও প্রবল বলে দেখেছেন গবেষকরা।
“কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা মানসিক সমস্যার ভয়াবহ ঝুঁকিতে আছেন, আমাদের গবেষণাতেও একই আশঙ্কা উঠে এসেছে,” বলেছেন গবেষক পল হ্যারিসন।
বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও চিকিৎসকরা এরই মধ্যে কোভিড-১৯ পরবর্তী মানসিক সমস্যা চিহ্নিত এবং এর কারণ খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রির এই অধ্যাপক।
গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ শনাক্ত হওয়ার তিন মাসের ভেতরই প্রতি ৫ রোগীর একজনের মধ্যে প্রথমবারের মতো উদ্বেগ, হতাশা বা অনিদ্রা দেখা দেয়।এই হার অন্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে একই সময়ে এ ধরনের সমস্যায় পড়ার হারের প্রায় দ্বিগুণ।যারা আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৬৫ শতাংশ বেশি বলেও একই গবেষণায় উঠে এসেছে।
কোভিড-১৯ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, যার কারণে এটি পরবর্তী ব্যাধিগুলোও বাড়িয়ে তুলতে পারে বলে দাবি চিকিৎসকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct