আপনজন ডেস্ক : এখন আর তুরস্কে গিয়ে নয়, জার্মানিতে বসেই প্রশিক্ষণ নিতে পারবেন সেদেশে বসবাসকারী ইমামরা। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার জানিয়েছেন, জার্মানভাষী ইমামরা যাতে জার্মানিতেই প্রশিক্ষণ নিতে পারেন,সে ব্যবস্থা নিচ্ছেন তারা। সম্প্রতি এক ‘ইসলাম কনফারেন্সে’এ বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন,যে সন্ত্রাসবাদ নিয়ে ইউরোপে এখন এত আলোচনা চলছে,তা রুখতে ইসলামিক সংস্থাগুলোকেই আরো শক্তিশালী করতে হবে। তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। সে কারণেই জার্মান বলতে পারা ইমামদের জার্মানিতেই বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। তারাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সবার কাছে সেই বার্তা পৌঁছে দেবেন।
সাধারণত,জার্মানির ইমামরা তুরস্কে গিয়ে ইমাম প্রশিক্ষণ নিয়ে আসেন। সেবিষয়ে এতদিন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি জার্মান সরকারকে। কিন্তু ইসলামফোবিয়া রুখতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জার্মানি বসবাসরত মুসলিমরা। শুধু তাই নয়জার্মানির মসজিদগুলোকে আরো সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। মসজিদগুলোতে যাতে পড়ালেখার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনাও রয়েছে জার্মান সরকারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct