আপনজন ডেস্ক : দারুন পারফরম্যান্স দিয়ে মাত্র ১৮ বছর বয়সেই নিজেকে বার্সেলোনার মতো দলের তারকা করে তুলেছেন আনসু ফাতি।
বয়স কম হলেও কোচ রোনাল্ড কোমান তার ওপর আস্থা রেখে নিয়মিত খেলাচ্ছিলেন ফাতিকে।
টানা খেলার ধকল নিতে পারলনা তরুণ শরীর। মারাত্মক চোটে পড়ে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফাতি। গত শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান এই স্প্যানিশ উইঙ্গার।
পরে চিকিৎসকরা জানান, মিনিসকাস ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার ছাড়া কোনো বিকল্প নেই। যতটা ভাবা হয়েছিল তার চেয়ে চোট গুরুতর হওয়ায় সোমবার শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে ফাতিকে। হাঁটুর অস্ত্রোপচার সফল হলেও এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে। বার্সেলোনার জন্য যা অনেক বড় ধাক্কা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct