আপনজন ডেস্ক: সম্প্রতি মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলার বিষয়টি ক্রমে জনপ্রিয়তা অর্জন করছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন ক্যামেরা লেন্সের চাহিদাও। এ বিষয়টি চিন্তা করে নতুন ঘরানার ফোন আনছে শাওমি। ডিভাইসটির ক্যামেরার মধ্যেই থাকছে টেলিস্কোপিক লেন্স। সামনের বছরগুলোতে স্মার্টফোনের জন্য আলাদা লেন্সের প্রয়োজন হবে না বলে জানিয়েছে শাওমি। ২০২১ সালের মধ্যেই টেলিস্কোপিক লেন্সযুক্ত ডিভাইস বাজারে আনছে তারা। জানা গিয়েছে, লেন্সটিতে থাকবে সুপার লার্জ অ্যাপারচার। ফলে আলো ঢুকবে ৩০০ শতাংশ বেশি। ফলে ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির উন্নতি ঘটবে ২০ শতাংশ। অ্যাপরচারের এফ নম্বর সম্পর্কে এখনো কিছু জানায়নি শাওমি। বর্তমানে বাজারে চলতে থাকা স্মার্টফোনগুলোতে টেলিফটো লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স, ওয়াইড লেন্স আলাদাভাবে থাকে। টেলিস্কোপিক লেন্স যুক্ত হলে এতগুলোর প্রয়োজন হবে না। শুধু একটি লেন্সেই কাজ হবে। ক্যামেরার ভেতর থেকেই লেন্স বের হয়ে জুম ইন-জুম আউট হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct