আপনজন ডেস্ক: মেগা ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে দিল্লি ক্যাপিট্যালস।
পঞ্চম বারের মতো আইপিএল খেতাব জয়ের লক্ষ্য নিয়ে ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ছক্কা হাঁকিয়ে দলের হয়ে স্কোর বোর্ডের এবং নিজের খাতা খুলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুরন্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক। মাত্র ৪ ওভারে মুম্বইয়ের দলীয় স্কোর ৪৫ রানে পৌঁছায়। পঞ্চম ওভারের প্রথম বলে ডি'ককের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স, ফাইনালে ১২ বলে ২০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপরে দলীয় ৯০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় মুম্বই। ২০ বলে ১৯ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার যাদব।
মেগা ফাইনালে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, ৫১ বলে ৬৮ করেন তিনি, ৪ টি ছয় ও ৫ টি চার দিয়ে রোহিতের এই ইনিংস সাজানো ছিল। দলীয় রান ১৩৭ এর মাথায় আউট হয়ে মাঠ ছাড়েন রোহিত।
ইশান কিষাণ ১৯ বলে ৩৩ রানের সুবাদে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে আইপিএল ২০২০ খেতাব নিজেদের নামে করে মুম্বই ইন্ডিয়ান্স।
দিল্লির হয়ে দুটি উইকেট নেন এনরিখ নরকিয়া একটি করে উইকেট নেন মার্কাস স্টইনিস ও কাগিসো রাবাদা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct