আপনজন ডেস্ক: আইপিএল-২০২০ এর মেগা ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিট্যালস৷ একদিকে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, এছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথমবার আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালস। আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ১৫৭ রানের টার্গেট রাখলো দিল্লি ক্যাপিট্যালস।
টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই মার্কাস স্টইনিসকে আউট করে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। মেগা ফাইনালে প্রথম বলেই উইকেট হারিয়ে চাপ পড়ে যায় দিল্লি। এরপর তৃতীয় ওভারে দলীয় ১৬ রানের মাথায় দিল্লিকে দ্বিতীয় ঝটকা দেন সেই ট্রেন্ট বোল্ট। মেগা ফাইনালে বোল্টের দ্বিতীয় শিকার হন অজিঙ্কা রাহানে। ৪ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন রাহানে। এর অল্প কিছুক্ষণ পরে দলীয় ২২ রানের মাথায় ১৩ বলে ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ফর্মে থাকা শিখর ধাওয়ান।
পাওয়ার প্লে-এর মধ্যে দিল্লি ক্যাপিট্যালস পরপর তিন উইকেট হারালেও, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তের মধ্যে মেগা ফাইনালের আসরে গুরুত্বপূর্ণ ৯৬ রানের প্যার্টনারসিপ গড়ে উঠে। মরুদেশের আইপিএলটা ঋষভ পন্তের জন্য খুব ভালো না গেলেও, ফাইনালে ম্যাচে এসে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেলেন ঋষভ পন্ত। এদিন এবারের আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি আসে ঋষভের ব্যাট থেকে। ৩৮ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হয়ে মাঠ ছাড়েন পন্ত, ৪ টি চার ও ২ টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান দিল্লি ক্যাপিট্যালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। পর পর তিনটি উইকেট হারার পর দলকে চাপের মুখ থেকে বের করে নিয়ে এসে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আইয়ার। ৫০ বলে ৬৫ রান করেন তিনি ৬ টি চার ও ২ টি ছক্কা দিয়ে আইয়ারের ইনিংস সাজানো ছিল।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে দিল্লি। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট, দুটি উইকেট নেন ন্যাথন কুল্টার-নাইল,এছাড়া একটি উইকেট নেন জয়ন্ত যাদব।
মুম্বইকে জিততে হলে ২০ ওভারে ১৫৭ রান করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct