আপনজন ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও এনআই-এর অপব্যবহার করছে দিল্লির বিজেপি সরকার, ডোমকলে এসে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রীর অভিযোগ, এনআইএ লাগিয়ে দিয়ে ভয় দেখানো হচ্ছে, আমরা ভারতের নাগরিক ভয় করার পাত্র নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ভয় পাওয়ার পাত্রী নন।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় ডোমকল এআরডি হলে। এদিনের সভায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও উপস্থিতি ছিলেন, মাইনোরিটি সেলের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান মেহেবুব মুর্শিদ, চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের সভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য দিতে গিয়ে বলেন, ডোমকল মহকুমা থেকে এনআইএ কয়েকজনকে গ্রেফতার করেছে। দুজন তিহার জেলে আছে। আজ পর্যন্ত এনআইএ বলছে না, বাকিরা কোথায়। আমরা চেষ্টা করছি যাদের এনআইএগ্রেফতার করেছে তারা যাতে মুক্তি পায়।
এদিনের সভায় মন্ত্রী ডোমকলের তৃণমূল নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন, ডোমকল বিধানসভায় জিততে চাইলে আর মাথা গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আপনারা ভালোভাবে কাজ করলে ডোমকলে কেও দাগ ফোঁটাতে পারবে না বলেই আশাবাদী গ্রন্থাগার মন্ত্রী।
অন্যদিকে, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। শুভেন্দু অধিকারী কি তৃণমূলেই থাকছে নাকি বিজেপিতে যাচ্ছে! এবিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, যার রোগ, যার অসুস্থতা বা যার বিষয় তাকে জিজ্ঞাসা করুন, আমি কোনও মন্তব্য করব না বলেই জানান তিনি। তবে তার বক্তব্য, বাংলায় তৃণমূল আছে আর ২০২১-এ তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct