আপনজন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে শুরু করেছে। সবার চোখ এখন বিহারে কে সরকার গড়বে সেদিকে। ইতিমধ্যে যা প্রবণতা দেখা যাচ্ছে তাতে এনডিএ জোটে এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এবারে কমে যেতে পারে মুসলিম বিধায়কের সংখ্যা। এখন পর্যন্ত ১০জন মুসলিম প্রার্থী এগিয়ে রয়েছেন। শুধু তাই নয়, গত বারের থেকে এবার মুসলিম বিধায়কের সংখ্যা অর্ধেকেরও কম হতে পারে।
উল্লেখ্য, বিহারে গত বিধানসভা নির্বাচনে মোট ২৪ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে মধ্যে আরজেডি থেকে জিতেছিলেন ১২জন, কংগ্রেস থেকে পাঁচজন, জেডিইউ থেকে পাঁচজন ও একজন করে সিপিআই (এমএল) এবং মিম থেকে।
সকাল এগারোটা পর্যন্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মাত্র ১০ জন মুসলিম বিধায়কের জেতার দিকে এগিয়ে চলেছেন। পুর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিযা জেলা মিলিয়ে মোট ২৪টি বিধানসভা কেন্দ্র আছে।
ওই পাঁচটি বিধানসভা কেন্দ্র হল আরারিয়া, বাইসি, কান্তি, কোচাধামান, রফিগঞ্জ। যে কিষাণগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে মিম প্রার্থী কংগ্রেস প্রার্থীকে হারিয়েছিলেন সেখানে এবার বিজেপি এগিয়ে রয়েছে।
আপাতত যে ১০ জন মুসলিম প্রার্থী এগিয়ে রয়েছেন তারা হলেন, শগুফতা আজিম, জেডিইউ (আরারিয়া), মুহাম্মদ ইসরাইল মনসুরি, আরজেডি (কান্তি), মুহাম্মদ ইজহার আসফি, মিম(কোচাধামান) ও মুহাম্মদ নেহালউদ্দিন, আরজেডি (রফিগঞ্জ), মাহবুব আলম, সিপিআইএমএল (বলরামপুর), শামিম আহমেদ, আরজেডি (নারকাটিয়া), আখতারুল ইসলাম, আরজেডি (সমস্তিপুর), আফাক আলম, কংগ্রেস (কসবা), আনজার নায়িমি, মিম (বাহাদুরগঞ্জ), আখতারুল ইমান , মিমি (আমৌর)।
উল্লেখ্য, বিহারের সবচেয়ে মুসলিম প্রধান এলাকা হল সীমাঞ্চল। পুর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিযা জেলা মিরিয়ে মোট ২৪টি বিধানসভা কেন্দ্র আছে। যে কিষাণগঞ্জ জেলায় ৭০ শতাংশ মুসলিম সেখানে মিম-এর সঙ্গে ভোট কাটাকাটির খেলায় কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির সুইটি সিং। তিনি কংগ্রেসের ইজাহারুল ইসলামের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। আর এই কেন্দ্রে গত উপনির্বাচনে জিতে আসা আসাদউদ্দিন ওয়াইসির মিম বিধায়ক কামরুল হুদা রয়েছেন তৃতীয় স্থানে।
আরারিয়া কেন্দ্রে মিম প্রার্থী চতুর্থ স্থানে রয়েছেন। বাইসি কেন্দ্রে রুকনুদ্দিন আহমেদ বিজেপি প্রার্থীর তুলনায় মিম প্রার্থী এগিয়ে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আরজেডি প্রার্থী আবদুস সোবহান। কোচাধামান বিধানসভা কেন্দ্রে প্রথম দিকে জেডিইউ প্রার্থী এগিয়ে থাকলেও দুপুরে এগিয়ে গেছেন মিম প্রার্থী মুহাম্মদ ইজহার আসফি। বাইসি কেন্দ্রে প্রথম থেকে মিম প্রার্থী এগিয়ে থাকলেও পরে বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন।
সবেচেয়ে বড় ব্যাপার গত বিধানসভা নির্বাচনে ২৪জন মুসলিম বিধায়ক পেলেও এবার মাত্র ১০জন মুসলিম বিধায়ক নির্বাচন হচ্ছেন বলে দুপুর পর্যন্ত জানা গেছে। বাকি প্রায় ১৪টি কেন্দ্রের বেশিরভাগই বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দু-একটিতে নির্দল।
দুপুর পর্যন্ত ফলাফলে মুসলিম বিধায়ক হওয়ার সম্ভাবনা:
বিধানসভাকেন্দ্র |
এগিয়ে আছেন |
দল |
পিছিয়ে |
দল |
আমৌর |
আখতারুল ইমান |
মিম |
আবদুল জলিল মস্তান |
কংগ্রেস |
আরারিয়া |
শগুফতা আজিম |
জেডিইউ |
আবিদুর রহমান |
কংগ্রেস |
বাহদুরগঞ্জ |
মুহাম্মদ আনজার নায়িমি |
মিম |
লক্ষণ লাল পণ্ডিত |
বিকাশশীল ইনসান পার্টি |
কসবা |
আফাক আলম |
কংগ্রেস |
প্রদীপ কুমার দাস |
এলজেপি |
কোচাধামান |
মুহাম্মদ ইজহার আসফি |
মিম |
মুজাহিদ আলম |
আরজেডি |
নারকাটিয়া |
শামিম আহমেদ |
আরজেডি |
শ্যামবিহারি প্রসাদ |
বিজেপি |
সমস্তিপুর |
আখতারুল ইসলাম |
আরজেডি |
ঐশ্বমেধ দেবী |
বিজেপি |
বলরামপুর |
মাহবুব আলম |
সিপিআইএমএল |
বরুণ ঝা |
বিকাশশীল ইনসান পার্টি |
কান্তি |
মুহাম্মদ ইসরাইল মনসুরি |
আরজেডি |
মুহাম্মদ জামাল |
জেডিইউ |
রফিগঞ্জ |
নেহালউদ্দিন |
আরজেডি |
অশোক কুমার |
বিজেপি |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct