আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভীত। একই সঙ্গে করোনার মোকাবিলা, অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিতে চান বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্বভার গ্রহণ করবেন বাইডেন। ডেমোক্র্যাটরা তাদের পরিকল্পনা অনুসারে সেদিকে এগিয়ে যাচ্ছে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে বিষয়গুলো তার মধ্যে বর্ণবৈষম্য মোকাবিলা অন্যতম। জো বাইডেন এমনই এক সময়ে দায়িত্ব নেবেন যখন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিকদের একের পর এক মৃত্যুকে ঘিরে দীর্ঘ সময়ে সহিংস বিক্ষোভে চলেছে।ট্রাম্পের সময়ে বর্ণভিত্তিক বিভেদ বৃদ্ধি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উত্থান হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি তহবিল ব্যবহার করে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে চান বাইডেন। এ জন্য তিনি নীতিনির্ধারণী পরিকল্পনাও করেছেন। কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে সম্পদের বৈষম্য দুর করতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যাতে আরও জোরালোভাবে কাজ করে সেটি নিশ্চিত করতে চান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct