আপনজন ডেস্ক: উচ্চশিক্ষা(স্নাতক,স্নাতকোত্তর), লাটেরাল এন্ট্রি, হোস্টেল,কর্যকারী কাউন্সিল, বর্তমান ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা, করোনা মহামারিতে শিক্ষা ব্যবস্থা চালানোয় ফ্যাকাল্টির ব্যর্থতা, ইন্টার্ন শিপ এর ভাতা বৃদ্ধি না করা, বেআইনি ভাবে কলেজ গুলিতে ছাত্রছাত্রীদের দিয়ে জোর করে ডিউটি করানো ইত্যাদি বিভিন্ন সমস্যার বিরুদ্ধে এবং সমস্যা গুলির সমাধান করার দাবি নিয়ে কাল সম্পূর্ণ অরাজনৈতিক একটি অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে রাজ্যের প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা।
ফাইনাল ইয়ার স্টুডেন্টদের আগস্ট মাসে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা, কিন্তু ফ্যাকাল্টি এখনো পরীক্ষার ব্যাবস্থা করেনি, এমনকি পরীক্ষা নেওয়ার দাবিতে ফ্যাকাল্টিকে বার বার মেইল করা হলেও তারা কর্ণপাত করেনি তাই মানুষিক অবসাদে ভুগছে স্টুডেন্টরা। এছাড়াও স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন অজুহাতে ডিউটি করাচ্ছে কলেজগুলো, বহুবার ফ্যাকাল্টিকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনই অভিযোগ এনেছে প্যারামেডিক্যাল পড়ুয়ারা।। ইন্টার্নশিপে স্টাইপেন্ডও দেওয়া হয় যৎসামান্য।
তাদের আরোও অভিযোগ দীর্ঘদিন ধরে বেশ কিছু কোর্স এর কোনো রিক্রুটমেন্ট নেই,তাও ফ্যাকাল্টি কোর্স গুলো বন্ধ করেনি। উপযুক্ত পরিকাঠামো নেই এমন অনেক ল্যাবকেও বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স পোড়ানোর সুযোগ দিচ্ছে ফ্যাকাল্টি। এছাড়াও ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত নয় এমন বিভিন্ন ল্যাব থেকে সায়েন্স ছাড়া অন্য বিভাগ এর স্টুডেন্টরাও সার্টিফিকেট পেয়ে যাচ্ছে,এর বিরুদ্ধে ফ্যাকাল্টি কোনো ব্যাবস্থা নিচ্ছে না । মেডিকেল টেকোনলজিস্টরা স্বাস্থ্য ব্যাবস্থায় প্রথমার্ধে থাকলেও তাদের এরাজ্যে উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নেই। করোনার গুরুত্বপূর্ণ থ্রোটসোয়াব সংগ্রহ করে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা অথচ তাদেরও এরাজ্যে তেমন কোনো সরকারি কলেজে স্নাতক পড়ানো হয়না। কলেজ এখন বন্ধ থাকলেও তাই ফ্যাকাল্টির এই উদাসীনতার বিরুদ্ধে ও নিজেদের দাবি দাওয়া নিয়ে বুধবার বেলা ১২ টা থেকে বেলেঘাটায় স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সামনে অবস্থান বিক্ষোভ অবস্থানে বসছে রাজ্যের প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct