আপনজন ডেস্ক: ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জেতার খবরে চীনের সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয়তে আশাবাদী সুর।চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্র জিনজিয়াং এবং হংকংয়ের মতো ইস্যুতে চীনের ওপর থেকে চাপ কমাবে বলে মনে করছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, বেইজিংয়ের উচিত বাইডেন টিমের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ করা। ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে চীন-মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তেজনা তৈরি করেছিল। বিশেষত চীনকে চাপ দেওয়ার একটি কৌশল নেওয়ার পরই দুই দেশের মধ্যে সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় পৌঁছায়। যার ফলে মার্কিন-চীন নীতিতে ঝামেলা সূষ্টি হয়। গ্লোবাল টাইমসের সম্পাদকেরা লিখেছেন, ‘আমরা মনে করি, এই সমস্যা কাটিয়ে দেওয়া সম্ভব। এটি উভয় দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষের অভিন্ন স্বার্থে চীন-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক সহজ ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলা যায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct