আপনজন ডেস্ক: লকডাউনের জেরে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের প্রতিবন্ধকতা অপসারণ করেছে সৌদি সরকার। ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের মুসলমানরা ওমরাহ করতে পারছেন। এখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে সৌদি সরকার। ভারত, বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে। সৌদির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভারত- বাংলাদেশি নাগরিকদের ওমরাহর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ জানিয়েছেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে হবে ওমরাহ পালনকারীদের। ওমরাহ পালনে প্রথমেই অনুমতি নিতে হবে। নিজ দেশ থেকে মক্কা যাত্রাকালে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। তারপর মিকাতে গিয়ে ইহরাম বাঁধার আগে তিন দিন আইসোলেশনে অবস্থান করার পর দেশের বাইরে থেকে আগতরা ওমরাহ পালন করতে পারবেন। বিশ্বের অন্যান্য ওমরাহ পালনকারীরা সৌদি আরবের ১০ দিন অবস্থান করতে পারবেন। তবে ওমরাহ পালনে আগতের বয়স অবশ্যই ৫০-এর মধ্যে হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct