আপনজন ডেস্ক: একুশের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়্। সব দলই নির্ভুল ভোটার তালিকা তৈরির পক্ষে সওয়াল করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবে আহ্বানে এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে হাজির ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী, বিজেপি তরফে জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমের তরফে রবীন দেব, কংগ্রেসের তরফে ঋজু ঘোষাল প্রমুখ। এছাড়া অন্যান্য দলের প্রতিনিধিরাও এই সর্বদলীয় বৈঠকে অংশ নেন। ভোটার তালিকায় প্রত্যেক ভোটরের নাম তোলার বিষয়ে কিছু প্রশ্ন তোলেন। তিনি বলেন, যেসব পরিযায়ী শ্রমিক এখনও ঘরে ফিরতে পারেননি এবং যারা ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়েছেন তাদের নাম যাতে ভোটার তালিকায় যথাযথভাবে তোলা হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা দরকার। তারা যাতে ভোট দিতে পারে সে বিষয়টি মানবিকতার সঙ্গে দেকার আর্জি জানান।
সিপিএমের হয়ে এদিনের বৈঠকে প্রতিনিধিত্ব করা রবীন দেব শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদেরই বুথ লেভেল অফিসার করার দাবি জানান। নচেৎ দায়বদ্ধতার অভাব দেখা দেয় বলে তিনি মন্তব্য করেন। তবে, এদিনের বৈঠরক সব রাজনৈতিক দলই নির্ভুল ভোটার তালিকা তৈরির ব্যাপারে সওয়াল করে।
অন্যদিকে, এদিকের সর্বদলীয় বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি আরিজ আফতাব জানান, আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন ও নাম পরিবর্জনের কাজ। আর ২০২১ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই চূড়ান্ত তালিকাভুক্তরাই শুধু ভোট দেওয়ার জন্য বিবেচিত হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct