আপনজন ডেস্ক: সোমবারও দিনটা ভাল গেল না রিপাবিলিক টিভির কর্ণধার অর্ণ গোস্বামীর। বোম্বে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ হয়ে গেল।
বিচারপতি এস এস সিন্ধে ও বিচারপতি এম এস করনিকের গঠিত বেঞ্চ, হেবিয়াস কর্পাসে করা অর্ণব গোস্বামী ও আরও দুজনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন কারিজ করে দেয় সোমবার বিকাল তিনটে নাগাদ। ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অপর দুই অভিযুক্তের পাশাপাশি অর্ণবকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সেদিনই অর্ণবকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিবাগের একটি আদালত। সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন অর্ণব।
অন্যদিকে, জেলের মধ্যে অর্ণবের সুরক্ষা নিয়ে সোমবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি ফোন করে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, অভিযোগ উঠেছে জেলেই ফোন ব্যবহার করেছিলেন অর্ণব গোস্বামী। আর অর্ণব অভিযোগ করেছিলেন জেলে তাকে মারধর করেছে পুলিশ। পরিবারের কারও সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এনিয়েই আজ অনিল দেশমুখের সঙ্গে ফোনে কথা বলেন কোশিয়ারি। অনিল দেশমুখকে রাজ্যপাল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে অর্ণবকে দেখা করতে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct