আপনজন ডেস্ক: দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। কোচ রোনাল্ড কোম্যানের মুখে হাসি ফুটতে ফুটতে শেষপর্যন্ত দুশ্চিন্তার ভাঁজ। কারণ তাঁর দলের তরুণ উইঙ্গার আনসু ফাতি চোট পেয়েছেন।মাঠে ফাতির অবস্থা বোঝা না গেলেও পরে স্ক্যানে খারাপ খবর পেয়েছে বার্সা। বাম হাঁটুর অস্থি সংযোগ নড়ে গিয়েছে স্প্যানিশ ফরোয়ার্ডের। যার ফলে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ তো বটেই, মনে করা হচ্ছে আগামী দুইমাস ১৮ বছরের এই ফুটবলারকে মাঠে নাও দেখা যেতে পারে।সামনের বছরের জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
শনিবার রাতের ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল বেটিসকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বার্সা। ম্যাচে প্রথমার্ধে মাঠে নামানো হয়নি মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জায়গায় মূল ফরোয়ার্ডের ভূমিকায় ছিলেন ফাতি। ম্যাচের প্রথমার্ধে বেটিস বক্সে ফাউলের শিকার হন ফাতি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান, যদিও স্পটকিকে গোল আদায় করতে পারেনি অ্যান্টনিও গ্রিজম্যান। চলতি মরশুমে দারুণ ফর্মে ছিলেন ফাতি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১০ ম্যাচে ৫ গোল করেছেন। ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct