আপনজন ডেস্ক: ট্রফি জয়ের আশা জাগিয়েও প্রতিবারের মতো এবারের আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলের এই ব্যর্থতার জন্য ক্রিকেট বিশেষজ্ঞরা অধিনায়ক কোহলিকে কাঠগড়ায় তুলেছেন। একজন অধিনায়ক ৮ বছর দায়িত্বে থেকেও টিমকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় কোহলিকে পরের আইপিএলে নেতূত্ব থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন অনেকে। যদিও কোহলি আপাতত সেদিকে মাথা দিতে রাজি নন। তাঁর লক্ষ্য এখন অস্ট্রেলিয়া সফর। বিদেশের মাটিতে ভালো ফলাফল করার উদ্দেশ্য নিয়েই আইপিএল অভিযান শেষ করেই দুবাইয়ে ভারতীয় দলের শিবিরে যোগ দিলেন। তবে এখন শোনা যাচ্ছে, ভারত অধিনায়ক বিরাট কোহলি নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের শেষ ২ ম্যাচে নাও খেলতে পারেন। কারণটা অবশ্য বিশেষকিছু। সামনের জানুয়ারি মাসে তিনি বাবা হতে চলেছেন। তাই পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোহলি শেষ দুই টেস্ট দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।
চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের পর হবে টি-২০ সিরিজ। অবশেষে টেস্ট সিরিজ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট। প্রথম ম্যাচটি হবে গোলাপি বলের। দিনরাতের সেই টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। এর পর বক্সিং ডে টেস্ট ম্যাচ হবে মেলবোর্নে। তার পরের ২ ম্যাচ জানুয়ারি মাসে সিডনি এবং ব্রিসবেনে। সম্ভবত শেষের দুটি ম্যাচে ভারতীয় দলকে নেতূত্ব দিতে পারবেন না বিরাট। এ ব্যাপারে বিসিসিআই এক কর্মকর্তা বলেন, ' বোর্ড সব সময়ে ক্রিকেটারদের পরিবারকে গুরুত্ব দিয়ে এসেছে। বিরাট যদি পিতৃত্বকালীন ছুটি চায়, তাহলে আমরা দেব। তাহলে ওকে আমরা শুধু প্রথম দুটি টেস্টে পাব।'
ভারতের টেস্ট দলে হঠাৎ লোকেশ রাহুলকে ফিরিয়ে আনার পিছনে অনেকে বিরাট কোহলির শেষ দুটি ম্যাচে দলে না থাকার কারণকে তুলে ধরছেন। বিরাটের পরিবর্তে মিডল অর্ডারে রাহুলকে খেলানো যেতেই পারে। টেস্টে ইতিমধ্যেই ভালো পারফরম্যান্স করেছেন রাহুল। ৩৬ ম্যাচে ২ হাজারের ওপর রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি শতরানও। একই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। মনে করা হচ্ছে তাঁকে নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। সেই ক্ষেত্রে ওপেনে তাঁর সঙ্গে ময়াঙ্ক আগারওয়াল বা পৃথ্বী শকে দেখা যাবে। মিডল অর্ডারে বিরাটের পরিবর্ত মাঠে নামবেন কে রাহুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct