আপনজন ডেস্ক: আবারও স্কুল খুলতেই করোনার কবলে স্কুল ছাত্রছাত্রী। অন্ধ্রপ্রদেশ এর পর হিমাচল প্রদেশেও স্কুল খুলতেই হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে হিমাচলপ্রদেশ এর ভিলেজ স্কুলে ঘটেছে এই ঘটনা।স্কুল এ যাওয়ার পরই করোনার শিকার হয়েছেন বেশ কিছু সংখ্যক পড়ুয়া ও স্কুল কর্মী।বর্তমানেই সেই সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে বলে জানা যাচ্ছে। যাবতীয় কোভিড নিয়ম মেনেই স্কুল খোলা হয়েছিল। বাইরের রাজ্য থেকে ছাত্রছাত্রীরা আসার পর স্কুল প্রশাসন উদ্যোগী হয়ে করোনা পরীক্ষা করায় এবং তাতেই এতজনের রিপোর্ট পজিটিভ আসে। প্রশাসনের তরফ থেকে স্কুলের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং পজিটিভ ছাত্রছাত্রী ও কর্মীদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাঁদের কোভিড হাসপাতালে ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।যদিও বর্তমান পরিস্থিতি থেকে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।তবে সেদিক থেকে স্কুল এবং প্রশাসন উভয়ই তাদের কে কিছুটা আশ্বস্ত করেন তড়িঘড়ি প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct