আপনজন ডেস্ক: এ যেন একেবারে ট্রাস্পের মনোবাবের পুরোপুরি উলটো মনোভাব। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়অর পর থেকেই মুসলিম বিদ্বেষী মনোভাবকে সামনে রেখে স্পষ্ট বার্তা দিয়েছিলেন আমেরিকায় মুসলিমদের মান্যতা নেই। মুসলিমদেরকে ইসলামের পরিবর্তে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে মুসলিমদের প্রতি বিরাগভাজনকেই ঢাল করেছিলেন। তাই বহু মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। বিশ্বজুড়ে তার প্রবল প্রতিবাদ হলেও ট্রাম্প কোনও কর্ণপাত করেননি। বরং, আরও কঠোর সিদ্ধিান্তের কথা জানিয়েছেন। এমনকী তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আমেরিকাকে মুসলিম শুন্য করার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই পথে চলতে চাইছেন না। সমস্ত রকম বিভেদ ভুলে সকল আমেরিকাবাসীকে নিয়ে ঐক্যের ডাক দিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় ঘোষণার পর জো বাইডেন জাতির উদ্দেশ্যে বাষণ দেন্ তাতে তিনি বলেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ধরনের ক্ষত থেকে সারিয়ে তোলার সময়। কে কাকে ভোট দিয়েছেন, কে কার সমর্থক, সব ভুলে জাতি গঠনের ডাক দিয়ে প্রকৃত দেশনায়কের ভূমিকায় যেতে চান। সেই মূল্যবোধ থেকে তিনি আমেরিকার পুনর্গঠনের ডাক দিলেন জো বাইডেন।
জো বাইডেন ডে শহর থেকে এবারের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন আমেরিকার সেই ডেলাওয়ার প্রদেশের রাজধানী শহর উইলমিংটনে জাতির উদ্দেশে বিজয়ী ভাষণ দেন বাইডেন। রোববার সকাল সাতটা তিনি ভাসণ শুরু করেন। সেই ভাষণে তিনি ট্রাম্পের ভোটারদের ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানান।
বাইডেন নির্বাচনে তার বিরুদ্ধে ট্রাম্পের প্রচার ভূলে গিয়ে সাফ জানিয়ে দেন, এখন বাজে কথা বলার সময় নয়। সামনের দিকে এগোতে হবে। উন্নতি করতে হলে আমাদের বিপক্ষ দলকে শত্রু ভাবা বন্ধ করা দরকার। তাই তোর বিরুদ্ধেও যারা বোট দিয়েছেন তাদেরওকে আমেরিকান হিসেব কদর দেবেন বলে জানান।
জাতির উদ্দেশ্যে, ভাষণে প্রেসিডেন্ট নির্বাচিত করায় মার্কিন জনগণকে ধন্যবাদ জানান বাইডেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ উপযুক্ত জবাব দিয়েছে। তারা কণ্টক পথ পরিষ্কার করে দিয়ে বিজয় এনে দিয়েছে। আর তার সুফল হল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি (৭ কোটি ৪০ লাখ) ভোট পেয়ে তার জয়লাভ করা।
তাই বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আর বিভেদ নয়, ঐক্য চাই। কোন রাজ্য নিল, কোন রাজ্য লাল, তা না থেকে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রকে একসূত্রে বাঁধতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল শক্তির পুনর্গঠন করতে চাই। মধ্যবিত্ত শ্রেণির মানুষকে টেনে তুলতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাকে সারা বিশ্ব তাকে যথার্থ মর্যাদায় সম্মান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct