আপনজন ডেস্ক: বহু জল্পনার পর জো বাইডেনের কাছে হেরে গেছেন ডেনাল্ড ট্রাম্প। সেই হারকে কোনওবাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। তার আপত্তিতে জর্জিয়ায় ফের গণনা হয়েছে। এবার তিনি জো বাইডেনের জয়ের ব্যাপারে আইনি পথে এগোতে চাইছেন। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদারতেরশরনাপন্ন হতে চলেছে ট্রাম্পশিবির। ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইনি লড়াই শুরু করবেন।
ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছেন। এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত বাবার নামেও ভোট দেয়া হয়েছে। জুলিয়ানির অভিযোগ, তারা যে পরিমাণ ভোটে এগিয়েছিলেন তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না। তবে এ কথার পক্ষে কোনো প্রমাণ দাঁড় করাতে পারেননি রিপাবলিকানরা। জুলিয়ানি বলেন, তার পাশে যারা দাঁড়ানো, তাদের মধ্যে ৫০ থেকে ৬০ জন নির্বাচন পর্যবেক্ষক আছেন এবং তাদের নিয়মিতভাবে ডাকযোগে পাঠানো ভোটের কোনো অংশ পর্যবেক্ষণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তবে ফেডারেল বিচারক ইতিমধ্যে বলেছেন– ট্রাম্প প্রচার টিমের সদস্যরা ফিলাডেলফিয়াতে এ মুহূর্তে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।
নির্বাচনের রাত থেকেই ডোনাল্ড ট্রাম্প ভোট গণনার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন তিনিই নির্বাচনে বিজয়ী হয়েছেন। যদিও মার্কিন নির্বাচনী কর্মকর্তারা বারবার বলছেন যে, ‘কোনোরকম ভোট জালিয়াতির কোনো তথ্যপ্রমাণ নেই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct