আপনজন ডেস্ক: সমগ্র বিশ্বের মুসলিমদের কাছে জেরুসালেম অন্যতম পবিত্র স্থান। একানে রয়েছে ইসলামে প্রথম মসজিদ ও বিশ্বের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেই জেরুসালেমকে ইসরাইল তাদের রাজধানী ঘোষনা করেছিল। এ নিয়ে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাকে ‘শতাব্দীর চুক্তি’ বা ডির অফ দ্য সেঞ্চুরি বলে। এ নিযে ফিলিস্তিনিরা শুধু নয়, তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশও বিরোধিতা করে। কিন্তু ট্রমাপ তাদের কথায় কর্ণপাত করেনি। এবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ফিলিস্তিন নিয়ে ট্রাম্প ঘোষিত শতাব্দির চুক্তি (ডিল অব দ্য সেঞ্চুরি) ও জেরুসালেম ইসরাইলের রাজধানী হওয়ার ঘোষণাকে প্রত্যাহারের দাবি জানালেন হামাস নেতা ইসমাইল হানিয়াহ। হামিয়াহর অভিযোগ চুক্তি হয়েছিল এটি আন্তর্জাতিক নিয়ম-নীতি ও চুক্তি লঙ্ঘন করে। এই চুক্তিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব।
তাই শনিবার ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কথিত শান্তি পরিকল্পনা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের মুক্তি সংগঠন সংগঠন হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়াহ।
এক বিবৃতিতে হানিয়াহ জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত কথিত শতাব্দীর চুক্তির পুনর্বিবেচনা এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা প্রত্যাহারের আহ্বান করছি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থানান্তরের নির্দেশনাও প্রত্যাহারের আহ্বান করছি।’ গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার বিনষ্ট করে তেলআবিব থেকে জেরুসালেম যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয়।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ফিলিস্তিন জাতির দুর্দশা বাড়ানো আমেরিকার রাজনৈতিক কর্মপন্থার ঐতিহাসিক পুনর্বিন্যাসের আহ্বান জানান হানিয়াহ। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বলেন তিনি। হানিয়াহ বলেন, ‘ইসরায়েলের কল্যাণকামী যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতিতে বিগত দিনে অনেক দুর্ভোগ পোহাতে হয় ফিলিস্তিনবাসীর। ফিলিস্তিনবাসীর অধিকার রক্ষা না করে দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষা করে ট্রাম্প প্রশাসন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct