আপনজন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ তম প্রেসিডেন্ট হিসেব নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ট্রাম্পকে ধরাশায়ী করে শেষ হাসিটি হাসলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য জো বা্ইডেনের দরকার ছিল শ্যাজিক ফিগার ২৭০টি ইলেক্টরাল ভোট। তা ছাপিয়ে বাইডেনের ঝুলিতে ২৭৩টি ইলেক্টরাল ভোট পড়ায় ট্রাম্পের দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায়। শনিবার পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট জয়ের মধ্য দিয়ে তার ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। আরএকইসঙ্গে প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
বেশ কয়েকদিন ধরে উৎকণ্ঠা জাগিয়ে রেখেছিল বিশ্ববাসীকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন হয় ২৭০ ইলেক্টরাল কলেজ ভোট। কিন্তু গত তিন দিন ধরে জো বাইডেন ২৬৪ তে এবং ডোনাল্ড ট্রাম্প ২১৪ তে আটকে ছিলেন। এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কা- এই পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার প্রথমে জো বাইডেন এগিয়ে গেলেও পুনঃগণনা হচ্ছে। সেদিকে তাকানোর আর দরকার নেই। পেনসিলভানিয়ার ২০টি ইলেক্টরাল ভোটই ট্রাম্পের বুকে শেষ পেরেকটি পুঁতে দিলেন জো বাইডেন।
নির্বাচনের ফল জানতে সবার দৃষ্টি ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দিকে। এই রাজ্যে জিতলেই বাইডেনের জয় নিশ্চিত হতো। হয়েছেও সেটাই। পেনসিলভানিয়ায় জয়ের ফলে আগেই ২৫৩ ইলেক্টরাল ভোট পাওয়া বাইডেনের মোট ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। বাকি পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পেলেও তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৬৫। ফলে আর কোনও সংশয় না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে সুনিশ্চিত হয়ে যান বাইডেন। ভোট গণনার শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির কথা বলে আসছিলেন। সব জল্পনা উড়িয়ে দিয়ে এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট হিসেব মার্কিন যুক্তরাষ্টের তখতে বসার অপেক্ষায় প্রহর গুনছেন বাইডেন। হোয়াইট হাউসের সর্বময় কর্তা হিসেবে পরিগণিত হয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে। ফলে, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকায় ট্রাম্পের পতন, আর উত্থান হল নতুন নায়ক জো বাইডেনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct