আপনজন ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ দিনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড এটি। দেশের মধ্যে কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি।শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই রিপোর্ট প্রকাশিত করেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫০, ৩৫৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট আক্রান্ত হলেন ৮৪ লাখ ৬২ হাজার ৮০ জন। এর ফলে ফের একদিনে ৫০ হাজার করোনা আক্রান্তের ঘটনা সামনে এল।
উল্লেখ্য, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৭, ৬৩৮ জন। সারা দেশে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৪, ১১, ৭২৪ জনে। আর মারা যান ৬৭০ জন। মৃতের সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রেপার্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এ নিয়ে সারা দেশে মোট করোনায় প্রাণ কেড়েছে ১, ২৫, ৫৬২ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে। দ্বিতীয় কর্নাটক এবং তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct